নন্দীগ্রামে অটোরিকশার সাথে সংর্ঘষে মোটরসাইকেল চালক নিহত

0

বগুড়ার নন্দীগ্রামে ঈদের দিন বিকেলে বেড়াতে বের হয়ে অটোরিকশার সাথে সংর্ঘষে মোটরসাইকেল চালক বুলবুল হোসেন (৩০) নিহত হয়েছেন। এনিয়ে ঈদের দিনে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটছে।

শনিবার (২২ এপ্রিল) বিকেল ৫টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার কাথম মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

৬ নম্বর ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম বাবু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পার্শ্ব রাস্তা থেকে কাথম মোড়ে সিএনজিচালিত অটোরিকশা মহাসড়কে উঠলে মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে বুলবুল ও মানিক নামের দু’জন আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বুলবুলকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল আরোহী মানিক চিকিৎসাধীন রয়েছে।

এর আগে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here