সীমান্তে যুদ্ধের আশঙ্কা, প্রস্তুতি নিচ্ছেন কাশ্মীরের গ্রামবাসীরা

0

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী গ্রাম আরএস পুরাতে যুদ্ধের শঙ্কায় সামরিক বাংকার পরিষ্কার করছেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি পেহেলগামে ভয়াবহ বিদ্রোহী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছেছে, যার প্রভাব পড়তে শুরু করেছে সীমান্ত অঞ্চলে।

সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় বাসিন্দা বালবীর কৌর বলেন, ‘আমরা সীমান্ত এলাকার বাসিন্দা। ভারতে যাই ঘটুক না কেন, তার প্রভাব আগে এসে পড়ে আমাদের ওপর। তাই আমরা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি, যাতে কিছু ঘটলে সরকারের চিন্তা না করতে হয় আমাদের নিরাপত্তা নিয়ে। আমরা চাই না, আমাদের কারণে সরকার যেন অতিরিক্ত চাপ অনুভব করে।’

এদিকে, শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত টানা দ্বিতীয় দিনের মতো ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে সীমান্তে গোলাগুলি বিনিময়ের ঘটনা ঘটে। সীমান্তজুড়ে বাড়ছে সামরিক তৎপরতা ও জনমনে উৎকণ্ঠা।

স্থানীয়দের দাবি, অতীতে এমন উত্তেজনার সময় তারা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তাই এবার আগাম প্রস্তুতি নিচ্ছেন যেন প্রাণহানি বা ক্ষয়ক্ষতি এড়ানো যায়।

সূত্র: আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here