এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

0

শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় আলিমুল (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার দিবাগত রাত আড়াইটারটার দিকে উপজেলার হাঁসাড়া ব্রীজের ঢালে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিমুলের বাড়ি রংপুর। আহত আব্দুর রহমান ঢাকার মুগদা-মান্ডা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
 
শ্রীনগর ফায়ার সার্ভিসের এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ দেওয়ান আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোটরসাইকেল করে দুইজন আরোহী মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আরোহী দুইজন মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর আহতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here