বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বটতলিঝিরি বেড়িবাঁধে গোসল করতে নেমে মোক্তা মনি (৯) ও জেসি আক্তার (১৩) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে বেড়ি বাঁধে গোসল করতে নেমে মোক্তা মনি ও জেসি আক্তার পানিতে ডুবে যায়। এসময় আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে ঈদগড় মেডিকেল সেন্টার এবং পরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।
মোক্তা মনি ক্যাংগারবিল নুরানি মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং জেসি আক্তার ঈদগড় বদর মোকাম মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তারা সম্পর্কে চাচাতো বোন।
কাগজিখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. বোরহান উদ্দিন জানান, মরদেহ দুটির সুরতহাল সম্পন্ন করা হয়েছে। মৃত্যুর ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। আইনি আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।