রাশিয়ার রাজধানীতে গাড়ি বোমা বিস্ফোরণে শীর্ষ জেনারেল নিহত

0

মস্কোর উপকণ্ঠে গাড়ি বোমা বিস্ফোরণে রাশিয়ার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জেনারেল ইয়ারোস্লাভ মস্কালিক নিহত হয়েছেন। দেশটির তদন্তকারী সংস্থা ‘ইনভেস্টিগেটিভ কমিটি’ আনুষ্ঠানিকভাবে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

ঘটনাটি ঘটেছে মস্কোর বালাশিখা এলাকায়। বিস্ফোরণে ব্যবহৃত হয়েছে একটি ভল্ক্সওয়াগন গল্ফ গাড়ি।

জেনারেল মস্কালিক রাশিয়ার সামরিক দপ্তরের মূল অপারেশন বিভাগের ডেপুটি প্রধান ছিলেন। ২০১৫ সালে প্যারিসে ইউক্রেন-রাশিয়া আলোচনা সভায় রাশিয়ার তরফে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন। ধারণা করা হচ্ছে,  এই হামলা ছিল পূর্বপরিকল্পিত।

রুশ নিরাপত্তা সংস্থাগুলো এখনো কারও দায় স্বীকারের কোনো তথ্য পায়নি। তবে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থাগুলোর সম্পৃক্ততা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। যদিও ইউক্রেন কখনো এই ধরনের হামলায় নিজেদের জড়িত থাকার কথা সরাসরি স্বীকার করে না। তবে অতীতে এমন হামলাগুলোর ধরন থেকে তাদের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে।

গত কয়েক মাসেই রাশিয়ায় একাধিক প্রভাবশালী ব্যক্তিকে লক্ষ্য করে হামলা হয়েছে। গত ডিসেম্বরে মস্কোতেই জেনারেল ইগর কিরিলোভ নিহত হন। তার অ্যাপার্টমেন্টের সামনে স্কুটারের ভেতরে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরিত হয়। কয়েকদিন আগেই এক রুশ ক্ষেপণাস্ত্র বিজ্ঞানীকে গুলি করে হত্যা করা হয় মস্কোর নিকটবর্তী এক বনে। তারও আগে ২০২৩ সালে রুশপন্থী ইউক্রেনীয় রাজনীতিবিদ ইলিয়া কিভা এবং ব্লগার ভ্লাদলেন তাতারস্কিও হামলায় নিহত হন।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার অভ্যন্তরে এ ধরনের টার্গেট কিলিং-এর সংখ্যা বাড়ছে, যা রুশ নিরাপত্তা ব্যবস্থার ভেতরে বড় ধরনের ফাঁকফোকরের ইঙ্গিত দেয়। একইসঙ্গে এসব হামলা রাশিয়ার সামরিক নেতৃত্বকে মানসিকভাবে চাপে ফেলতেও পারে। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের মধ্যে এমন ধারাবাহিক হামলা রুশ সরকারের জন্য দুশ্চিন্তার নতুন কারণ হয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here