ইনজুরির কারনে ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এর চলমান ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছেন মৌসম ধাকাল। তার পরিবর্তে নেপালের স্কোয়াডে ডাক পেয়েছেন সন্দ্বীপ লামিচানে।
ধর্ষণ মামলায় জামিনে মুক্তি প্রাপ্ত লামিচানের বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা ছিল বলে তাকে শুরুর স্কোয়াডে রাখতে পারেননি নির্বাচকরা। তবে এবার তার বিদেশ ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির আদালত।
গত সপ্তাহে নেপালে নামিবিয়া ও স্কটল্যান্ডের অংশগ্রহণে আরেকটি ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। সেই টুর্নামেন্টে দলে ছিলেন লামিচানে।