কাশ্মীরে হামলার প্রতিবাদে কনসার্ট বাতিল করলেন অরিজিৎ সিং

0

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানালেন ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। রবিবার চেন্নাইয়ে তার একটি লাইভ কনসার্ট হওয়ার কথা ছিল, তবে সেই অনুষ্ঠান বাতিলের ঘোষণা করেছেন অরিজিৎ ও আয়োজক কর্তৃপক্ষ।

আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘সম্প্রতি ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনার কারণে শিল্পী এবং আয়োজকরা একত্রে অনুষ্ঠানটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।’ অনুষ্ঠানের তারিখ ছিল ২৭ এপ্রিল, রবিবার। চেন্নাইয়ের সংগীতপ্রেমীদের জন্য এটি ছিল বহু প্রতীক্ষিত আয়োজন।

বিবৃতিতে আরও জানানো হয়, যারা এই কনসার্টের জন্য টিকিট কিনেছেন, তাদের পুরো অর্থ ফেরত দেওয়া হবে। টাকার রিফান্ড দর্শকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে বলে নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ।

শুধুমাত্র অরিজিৎ নন, পেহেলগাম হামলার ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন বহু সেলিব্রিটি। জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালএক আবেগঘন পোস্টে লিখেছেন, ‘এমন সুন্দর জায়গায় এত প্রাণ হারানো মেনে নেওয়া কঠিন। মন ভেঙে যাচ্ছে। যাঁদের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্কই নেই, তারাই আজ ভিক্টিম। এটা দেশের আত্মার উপর আঘাত।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here