কাশ্মিরে হামলার মধ্যেই হত্যার হুমকি পেলেন গৌতম গম্ভীর

0

কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সাম্প্রতিক জঙ্গি হামলার নিন্দা জানিয়ে সোচ্চার হয়েছিলেন গৌতম গম্ভীর। এরপরই ইমেইলের মাধ্যমে হত্যার হুমকি পেলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ও সাবেক তারকা ওপেনার।

ইমেইলের মাধ্যমে গম্ভীরকে হত্যার হুমকি দিয়েছে ‘আইসিস কাশ্মীর’ নামের একটি সশস্ত্র সংগঠন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, দু’টি হুমকির বার্তা পেয়েছেন ভারতের এই কোচ। এর প্রেক্ষিতে থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি।

জানা গেছে, গতকাল (বুধবার) দুপুরে প্রথম ইমেইল পান গম্ভীর। দ্বিতীয়টি পান বিকেলে। দু’টি ই-মেলেই লেখা ছিল, ‘আইকিলইউ’। যার অর্থ, ‘আমি তোমাকে হত্যা করবো’।

হুমকি পাওয়ার পরপরই দিল্লির রাজেন্দ্র নগর থানায় অভিযোগ দায়ের করেন গম্ভীর। ঘটনার কথা জানিয়েছেন সেন্ট্রাল দিল্লির ডিসিপিকেও। দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন তিনি। তার পরিবার যাতে সুরক্ষিত এবং নিরাপদে থাকে তার জন্যও পুলিশকে উদ্যোগী হতে বলেছেন তিনি।

গম্ভীরের অভিযোগ পেয়ে দ্রুতই তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে ওই ইমেইল এসেছে, কারা তা পাঠিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। গম্ভীর এবং তার পরিবারের নিরাপত্তা বাড়ানো হবে বলেও জানা গিয়েছে। পুলিশ মনে করছে, ভারতীয় দলের হেড কোচ হওয়ার পাশাপাশি গম্ভীরের রাজনৈতিক পরিচয় রয়েছে। তিনি বিজেপির সাবেক সাংসদ এবং বর্তমানে বিজেপির সদস্য। ফলে ‘হিটলিস্টে’ তার নাম থাকা অস্বাভাবিক নয়।

উল্লেখ্য, গম্ভীর পূর্ব দিল্লি কেন্দ্রে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি। এবারই প্রথম নয়, ২০২১ সালেও খুনের হুমকি পেয়েছিলেন গম্ভীর। তখন তিনি সংসদ সদস্য ছিলেন। সেই ঘটনার পরেও থানায় অভিযোগ জানিয়েছিলেন গম্ভীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here