মাশরাফি বিন মর্তুজা ওমরাহ করতে সৌদি আরবে অবস্থান করছেন। সেখানেই কেটেছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়কের এবারের ঈদ।
ঈদের দিনে ভালোবাসার মানুষের সাথে কাটানো দারুণ মুহূর্তের একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন মাশরাফি।
নড়াইল এক্সপ্রেসের এমন রোমান্টিক ছবি অনেকেরই নজর কেড়েছে। ম্যাশ ভক্তরা তাদের জানিয়েছেন শুভেচ্ছা। কেউ এবার ম্যাশের এমন কাণ্ডে মুগ্ধ বনে গেছেন। কারণ সচরাচর যে আগ্রাসী ও কলার উঁচু করা মাশরাফিকে দেখা যায়, এ যেন তার পুরোপুরি ব্যতিক্রম।