আর্থনা সম্মেলনে শীর্ষ নেতাদের নিয়ে টিএএস চেয়ারম্যানের লাঞ্চ মিটিং

0

কাতারের দোহায় ‘আর্থনা’ শীর্ষ সম্মেলনের সাইড লাইনে বিশ্বের শীর্ষ নেতাদের নিয়ে লাঞ্চ মিটিং করেছেন টিএএস’র চেয়ারম্যান ও ইয়েমেনের অনারারি কনসাল কে এম মজিবুল হক।

আজ বুধবার উচ্চ পর্যায়ের এ মধ্যাহ্নভোজ বৈঠকে অংশ নেন স্পেসএক্সের ভাইস চেয়ারম্যান মিসেস লরেন ড্রেগার ভিপি, পিএমআই’র ভাইস প্রেসিডেন্ট মিসেস নেভেনা ভিপি, এলন মাস্কের গ্লোবাল এনগেজমেন্টের সিনিয়র উপদেষ্টা রিচার্ড গ্রিফিথস, দ্য রয়েল হাইনেস কিং চার্লস ফাউন্ডেশনের সিইও ক্রিস্টিনা মুরিন ও দ্য কমনওয়েলথ সহকারী মহাসচিব অধ্যাপক লুইস জি ফ্রান্সেশি।

বৈঠকে আধুনিক টেকসই উন্নয়নে উদ্ভাবনীপন্থা অনুসন্ধান, কূটনীতি এবং বিশ্বব্যাপী উন্নয়নের মাধ্যমে সংলাপকে উৎসাহিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here