কানাডায় জাতীয়তাবাদী ফোরামের ঈদ পুনর্মিলনী

0

বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম কানাডার উদ্যোগে সম্প্রতি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। কানাডা বাংলাদেশ সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।

কানাডা বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুল মুহিত নজমুলের সভাপতিত্বে এবং বিএনপি নেতা জাকারিয়া চৌধুরী পরিচালনায় সভায় টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী মারিয়া মিন্না ও সালমা জাহিদ এমপি।

বিএনপি নেতা মিলাদ চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ সময় কানাডা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আহমদ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, কানাডা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে তাদের কার্যের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে কানাডার এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর ভাইস প্রেসিডেন্ট বার্জারোল শেখ হাসিনাকে চিঠি দিয়েছিলেন খালেদা জিয়াকে বিদেশে প্রেরণ করার জন্য। 

বেগম খালেদা জিয়াকে যখন প্রথম গ্রেফতার করা হয় তখন কানাডার ৬২ জন পার্লামেন্ট মেম্বার পিটিশন দিয়েছিলেন বাংলাদেশ সরকারকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও কনসান পেশ করেছিলেন তাঁরা। তাছাড়া সালমা জাহিদ এমপি এবং নাকামিয়ান স্মিথ ও মার্ক মিলার মন্ত্রীসহ লিবারেল পার্টি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সাহায্য করেছেন। বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা, তাই আজ কানাডার যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আমাদের উচিত কানাডিয়ান বাংলাদেশি যারা আছি তারা ভোটের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানো এবং এই নেতৃবৃন্দকে নির্বাচিত করা। 

তিনি আরও বলেন, সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া আগামী বাংলাদেশের কোন উন্নয়ন আশা করা যায় না তাই ফ্য্যসিবাদী সমাজ ব্যবস্থা থেকে মুক্তির জন্য তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে আমরা রাষ্ট্রকে মেরামত করতে চাই। তিনি আগামীতে সবাইকে ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাসরুল হোসেন রিপন, মনজুর আলম চৌধুরী, আবুল হাসানাত চেয়ারম্যান, ওমর ফারুক চেয়ারম্যান, তাহমিনা চৌধুরী, রুকেয়া পারভীন, বদরুল ইসলাম, আবু হানিফ, শামসুল মুক্তাদির, ফরহাদ মিশু, সরোয়ার হোসেন সুমন, আব্দুল আলিম প্রমুখ।

সভায় পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন বাইতুল জান্নাত জামে মসজিদের ইমাম হাফেজ তাহের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here