মার্কিন প্রভাবশালী গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট বেশ কিছু নথিপত্র যাচাই করে জানিয়েছে কীভাবে ইউক্রেনের প্রতি সমর্থনের বিরোধিতা করার চেষ্টা করছে রাশিয়া।
তারা জানিয়েছে, জার্মানির অতি-বাম এবং অতি-ডানদের মধ্যে একটি জোট গঠনের চেষ্টা করেছে রাশিয়া।
মার্কিন সংবাদপত্রটি ক্রেমলিনের বেশ কিছু নথি পর্যালোচনা করেছে। সেখানে রুশ কর্মকর্তা এবং রুশ রাজনৈতিক কৌশলবিদদের মধ্যে বৈঠকগুলো নথিভুক্ত করা হয়েছে। জার্মানির বাম দল এবং জার্মানির অতি-ডান দল অল্টারনেটিভ ফর জার্মানির (এএফডি) মতাদর্শগত উপাদানগুলিকে কীভাবে রুশপন্থি রাজনীতির ‘কমন কজ’ বা সাধারণ কোনো কারণের সঙ্গে মিলিয়ে দেয়া যায়, বৈঠকে তা নিয়ে আলোচনা করা হয়েছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে।
নথিগুলো প্রথমে পেয়েছিল ইউরোপের একটি গোয়েন্দা সংস্থা। রিপোর্টটির গবেষণার সঙ্গে যুক্ত সাংবাদিক ক্যাথরিল বেল্টন বলেন, “নথিপত্রগুলোর মাধ্যমে জানা গিয়েছে ক্রেমলিনের কর্মকর্তারা নিজেদের রাজনৈতিক কৌশলবিদদের কাজে লাগিয়েছেন।
তাদের একটি গোষ্ঠীর মাধ্যমে ইউক্রেনের প্রতি ইউরোপের সমর্থন দুর্বল করার ভিত্তি তৈরি করতে চেয়েছে রাশিয়া। তাই জার্মানির দিকে মনোযোগ দেয়া এবং অস্ত্র সরবরাহ সংক্রান্ত আদেশ দেয়া হয়েছিল।
তার কথায়, “জার্মানিকে দুর্বল সংযোগকারী হিসেবে দেখেছিল রাশিয়া। তবে ইউক্রেনে ট্যাংক ইত্যাদি পাঠানোর ক্ষেত্রে জার্মানির ভূমিকার ফলে এ দেশকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবেও দেখা হয়েছিল।”
নথিগুলো কী বলছে
২০২২ সালের আগস্ট মাসের একটি নথি অনুসারে, রাজনৈতিক কৌশলবিদদের রুশ কর্মকর্তারা বলেছিলেন, তাদের প্রধান লক্ষ্য হবে জার্মানি। ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ন্যাটোকে ‘অসম্মান’ করার দায়িত্ব দেয়া হয়েছিল তাদের। এমনকি, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার কারণে জার্মানরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এ কথা বোঝানোর দায়িত্বও দেয়া হয়।”
বেল্টন বলেন, “রাশিয়ার ভবিষ্যদ্বাণী মেলেনি। এবারের শীতে মোটেও মারাত্মক শৈত্যপ্রবাহ ছিল না। তবে এখন জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের কারণে যে অসন্তোষ তৈরি হয়েছে। রাশিয়া সেই সুযোগটা ব্যবহার চাইছে।”
নথিগুলি থেকে জানা গেছে, কৌশলবিদরা জার্মানিজুড়ে পরিকল্পিত “শান্তি বিক্ষোভ” সম্পর্কে তথ্য সংকলন করেছেন।
বিক্ষোভগুলি মূলত অতি-বাম এবং অতি-ডান পন্থিদের দ্বারা সংগঠিত হয়েছিল। পাশাপাশি রাইখসব্যুর্গার আন্দোলনের (জার্মান সরকারকে ক্ষমতাচ্যুত একটি ব্যর্থ চক্রান্ত ছিল এটি) সঙ্গেও এর সংযোগ ছিল।
কৌশলবিদরাই “গ্যাস কিনুন, যুদ্ধ নয়”, “ইউক্রেন যুদ্ধ চায়, জার্মানি শান্তি চায়” সহ স্লোগান তৈরি করেছিলেন যা মস্কোপন্থি বিক্ষোভে প্রদর্শিত হয়। অনলাইন মাধ্যমেও এগুলো শেয়ার করা হয়। ট্রোলিং গোষ্ঠীগুলির সঙ্গে সমন্বয় করে এটা করা হয়েছিল বলে দাবি করা হয়েছে।
তিন মাসের মধ্যে রাশিয়ার সঙ্গে উন্নত সম্পর্কের সমর্থক জার্মানদের অনুপাত ১০ শতাংশ বাড়ানোর একটি লক্ষ্যের একটি রূপরেখা দেয়া হয়েছে অন্য একটি নথিতে।
দলগুলো রাশিয়ার হস্তক্ষেপ অস্বীকার করেছে
বাম দল এবং জার্মানির বিকল্প দলে রাশিয়া নিজের প্রভাব অর্জনের চেষ্টা করছে, এমন ইঙ্গিত রয়েছে নথিগুলোতে। যার লক্ষ্য পরবর্তীতে “জার্মান ঐক্যের” দল হিসেবে নির্বাচনে জয়ী হতে সহায়তা করা। উভয় পক্ষ যদিও এই প্রতিবেদনটির তথ্য খারিজ করেছে।
রুশ কর্মকর্তারা বুন্ডেসটাগের সদস্য এবং বাম দলের সাবেক নেত্রী সাহরা ভাগেনকনেখ্টের প্রতি আগ্রহী ছিলেন বলে জানা গিয়েছে। কিছু জরিপ অনুসারে এই নেত্রী জনগণের মধ্যে এখনো বেশ জনপ্রিয়।
তিনি উভয় পক্ষের সদস্যদের অংশগ্রহণে বেশ কয়েকটি মস্কোপন্থি, যুদ্ধবিরোধী বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন। তবে, তিনি এএফডির সঙ্গে একটি আনুষ্ঠানিক জোটের সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন।
বেল্টন বলেন, “সারহা রক্তপাতের নিন্দা করেছেন, কিন্তু একবারও তিনি প্রকৃত অর্থে ইউক্রেনে রুশ আগ্রাসনের বিষয়ে কথা বলেননি। অথচ রাশিয়াই প্রথম হামলা চালিয়েছিল।”
বেল্টনের কথায়, “আবার একটি বিরাট যুদ্ধে জড়িয়ে পড়ার মারাত্মক ভয়ের কথা জানিয়ে আবেগপ্রবণ হয়ে কথা বলছিলেন সারহা। তিনি যেভাবে ভয়ের কথা বলেন তাতে তিনি অত্যন্ত দক্ষ। আর তাই তিনি রাশিয়াপন্থি পক্ষের জন্য অত্যন্ত শক্তিশালী।”
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন প্রভাব বিস্তার করে ইউরোপের পূর্বাঞ্চলে। ১৯৬১ সালে বার্লিন প্রাচীরের হাত ধরেই শুরু হয় পূর্ব ও পশ্চিমি শক্তির মধ্যে শীতল যুদ্ধ। সেই সংক্রান্ত ভয়ের কথাও ‘দক্ষতার সঙ্গে’ তুলে ধরেছিলেন সারহা।
ওয়াশিংটন পোস্টকে তিনি বলেন, রুশ কর্মকর্তাদের কাছ থেকে অতি-ডান দলের সঙ্গে জোট সম্পর্কে যোগাযোগ নিয়ে রাশিয়ার পরামর্শ সংক্রান্ত তথ্য “অযৌক্তিক”। তিনি জোর দিয়ে জানান, রাশিয়া বা তার কোনো প্রতিনিধির সঙ্গে তিনি যোগাযোগ করেননি।
প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর, এএফডি নেতা টিনো ক্রুপালা এ ধরনের কোনো পরিকল্পনা অস্বীকার করেছেন। তার কথায়, ”প্রতিবেদনটি “প্রিডেটরি স্টোরি’, এটি শান্তি আন্দোলনের প্রতি অসম্মান।”
সূত্র : ডয়চে ভেলে ও দ্য ওয়াশিংটন পোস্ট।