ঈদের দিনে জাতীয় জাদুঘর বন্ধ

0

ঈদের দিনে আজ শনিবার জাতীয় জাদুঘর বন্ধ, পরিদর্শনে এসে ফিরে যাচ্ছেন দর্শনার্থীরা। দুপুর ১২টায় জাতীয় জাদুঘরের সামনে দাঁড়িয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রাজধানীর মানিকনগরের বাসিন্দা সোহেল রানা। তিনি বলেন, ঈদের দিন বাচ্চা ও তার মাকে নিয়ে ফের জাদুঘরে বেড়াতে এলাম। কিন্তু এসে দেখি, জাদুঘরের ফটকে তালা। দেখেই মনটা খারাপ হয়ে গেল।

তিনি আরও বলেন, রমজানে টানা তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। এক মাস বাচ্চাকে নিয়ে ঘরের বাইরে বের হওয়ার সুযোগ পাইনি। তাই আজ সারাদিন ঢাকার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার পরিকল্পনা ছিল। এজন্য শুরুতেই জাতীয় জাদুঘরে ঘুরতে এসেছিলাম। এটা বন্ধ থাকায় এখন অন্য কোনো জায়গায় যেতে হবে।

জাতীয় জাদুঘর সূত্র জানায়, পবিত্র রমজান উপলক্ষে গত ২২ মার্চ জাদুঘর পরিদর্শনের সময়সূচি নির্ধারণ করা হয়। এ সময়সূচি অনুযায়ী, সাপ্তাহিক বন্ধ বৃহস্পতি ও শুক্রবার করা হয়। আর রমজান মাস ছাড়া বছরের অন্য সময়ে সাপ্তাহিক বন্ধ শুধু বৃহস্পতিবার। কিন্তু এ সময়সূচিতে ঈদের ছুটিতে জাদুঘর বন্ধ থাকবে কি না, সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, ঈদ উপলক্ষে আজ শনিবার এবং আগামীকাল রবিবার জাদুঘর বন্ধ থাকবে। সবসময় ঈদে এমন ছুটি থাকে।

জাদুঘরের ওয়েব সাইটে ঈদের দিন আজ শনিবার জাদুঘর বন্ধ থাকার কোনো তথ্যের উল্লেখ নেই কেন, এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here