গোপালগঞ্জে ২ মাদক কারবারি গ্রেফতার

0

গোপালগঞ্জে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ মঙ্গলবার গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফ পাড়া থেকে ১০ কেজি গাজাসহ সোনিয়া বেগমকে এবং নকড়িরচর এলাকা থেকে ১ কেজি গাজা ও ১ লাখ ৫ হাজার টাকাসহ মো. ওবায়দুলকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে নিজ নিজ এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। 

গোপন সংবাদের ভিত্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজের নেতৃত্বে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা ও ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলা করে গোপালগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here