স্বপ্ননীড়ে শান্তার ‘মিট দ্য ওনার্স’ অনুষ্ঠিত

0

ঢাকার অন্যতম আকর্ষণীয় আবাসিক এলাকা বসুন্ধরায় শান্তা হোল্ডিংসের প্রথম প্রকল্প ‘স্বপ্ননীড়’-এ অনুষ্ঠিত হয়েছে এক্সক্লুসিভ ‘মিট দ্য ওনার্স’ ইভেন্ট। এই বিশেষ আয়োজনে গ্রাহকরা প্রথমবারের মতো একটি অভিজাত ও আধুনিক জীবনযাত্রার অভিজ্ঞতা লাভ করেন। এই আয়োজনের মধ্যদিয়ে বসুন্ধরায় বিলাসবহুল জীবনযাত্রার নতুন মানদণ্ড স্থাপনে শান্তার উদ্যোগ সবার কাছে তুলে ধরা হয়।

ব্লক ডি-এর একটি কর্নার প্লটে অবস্থিত ‘স্বপ্ননীড়’ বিখ্যাত স্থপতি নাহাস আহমেদ খলিলের নকশায় নির্মিত।

২৮.৬৬ কাঠা জমির ওপর গড়ে ওঠা এই প্রকল্পে রয়েছে ৪৮টি এক্সক্লুসিভ অ্যাপার্টমেন্ট, যার আয়তন দুই হাজার ৬৫০ থেকে তিন হাজার ৬৫০ স্কয়ার ফিট। প্রতিটি ইউনিটে রয়েছে দু’টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here