নতুন কোচের সন্ধানে পাকিস্তান

0

পাকিস্তানের হেড কোচের পদে আকিব জাভেদ থাকছেন না– এমন গুঞ্জনটা শুরু হয়েছিল আরও বেশ কিছুদিন আগে থেকে। তবে এবার আনুষ্ঠানিকভাবেই শুরু হলো পাকিস্তানের কোচ হওয়ার প্রক্রিয়া। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে কোচ খুঁজছে পিসিবি। 

পাকিস্তানের গণমাধ্যমে খবর, কোচ হিসেবে মেয়াদ দীর্ঘায়িত করার প্রস্তাব দেয়া হয়েছিল আকিব জাভেদকে। কিন্তু তিনি সেই আবেদন ফিরিয়ে দিলে আনুষ্ঠানিকভাবে কোচ খোঁজা শুরু করে পিসিবি। কোচ হওয়ার আবেদনে পিসিবির পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, আগ্রহী ব্যক্তির অন্তত লেভেল-থ্রি কোচিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। সেইসঙ্গে জাতীয় কিংবা ঘরোয়া পর্যায়ে অন্তত ১০ বছর কোচিং করানোর অভিজ্ঞতা থাকতে হবে।   

আকিব জাভেদকে গত বছরের নভেম্বর মাসে অন্তর্বর্তী দায়িত্বে নিযুক্ত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গ্যারি কার্স্টেনকে সাদা বলের কোচের পদ থেকে সরিয়ে সাবেক এই পেসারকে যুক্ত করা হয়। এরপর জেসন গিলেস্পিকেও সরিয়ে দেয়া হয়। তিন ফরম্যাটেই পাকিস্তানের দায়িত্বে আসেন আকিব জাভেদ। যদিও ফর্মহীনতায় ভুগতে থাকা দলকে টেনে তুলতে পারেননি তিনি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here