চুল কেন ঝরে?

0

ঘন-কালো কেশ সবারই কাম্য। কিন্তু বাতাসের দূষণ, মানসিক চাপ, দুশ্চিন্তা, অনিয়মিত লাইফ স্টাইল গ্রাস করে নিচ্ছে মসৃণ চুলের জৌলুসতা।

চুল পড়াটা নারী-পুরুষ উভয়ের এ এ জন্যই দুশ্চিন্তার কারণ। কিন্তু সঠিক পরিচর্যা না করে অনেকেই ভুল চিকিৎসা করেন। তাই  জেনে নিন কী কী কারণে আপনার সাধের ঘন কেশগুলো ঝরে যেতে পারে এবং স্বাভাবিক উজ্জ্বলতা হারায়।

► চুলের গোড়ায় ময়লা জমে।

► একদিন চুলে শ্যাম্পু ব্যবহার না করলে তেলতেলে ভাব হয়।

► মাথা চুলকানো বা চুলের গোড়ায় ছোট ছোট গোটা হওয়া।

► সাদা সাদা খুশকি দেখা দিলে।

► চুলের আগা ফেটে যাওয়া।

► চুল লালচে হয়ে যাওয়া এবং রুক্ষভাব হওয়া।

► চুলের গোড়ায় ব্যথা হলে।

এমনিতেই গরমের সময় রোদে চুলে সানবার্নের সমস্যা দেখা দেয়। রোদের তাপ, ধুলোময়লা, অতিরিক্ত ঘামে চুল হয়ে পড়ে নিস্তেজ ও ভঙ্গুর। স্বাস্থ্যোজ্জ্বল চুল হয়ে যায় নিষ্প্রভ। অনেক সময় চুলের স্ক্যাল্পে ইনফেকশন বা র‌্যাশের মতো সমস্যাও দেখা দেয়। মাথার স্ক্যাল্পে রক্তস্বল্পতা এবং ভিটামিনের অভাবে দেখা দেয় খুশকি। চুল পড়া শুরু হয়। এসব সমস্যার পেছনে রয়েছে অনিয়ন্ত্রিত লাইফস্টাইল। ব্যস্ততা কিংবা অনীহাবশত চুলের পরিচর্যা করতে নারাজ। অনেকেই বাজারের চলতি প্রোডাক্ট অতিরিক্ত ব্যবহার করে চুলের স্বাভাবিক উজ্জ্বলতা হারান। অনেকের আবার হরমোনাল চেঞ্জ এন্ড্রোজনিক এলোপিসিয়া বা বংশগত কারণে চুল পড়ে যায়। এ থেকে রেহাই পেতে প্রয়োজন সঠিক পরিচর্যা ও সঠিক লাইফস্টাইল।

কী করবেন?
চুল ঝরা রোধে একদিন অন্তর অন্তর সঠিক নিয়মে চুল পরিষ্কার করুন। ভেজা চুল আঁচড়ানো ঠিক নয়, এমন অভ্যাস ত্যাগ করুন। তা ছাড়া গরমে চুলের যত্নে রোজকার রুটিনে বাড়তি সময় নিন। অয়েল ম্যাসাজ, শ্যাম্পু, কন্ডিশনারের মতো কয়েকটি জিনিস ব্যবহার করুন। সম্ভব হলে সপ্তাহে একদিন হেয়ার মাস্ক ট্রাই করুন। গরমের তাপে শরীর নিজেকে ঠান্ডা রাখতে ঘাম নিঃসরণ করে। এতে স্বভাবতই স্ক্যাল্পে সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে নিয়মিত চুলের পরিচর্যা প্রয়োজন। সপ্তাহে তিন দিন শ্যাম্পু করুন। তবে যাদের বাইরে চলাফেরা প্রতিদিনকার রুটিন তারা রোজ শ্যাম্পু করতে পারেন। শ্যাম্পু হারবাল হলে ভালো। শ্যাম্পু করার সময় প্রথমে চুল ভিজিয়ে তারপর আঙুলের ডগা দিয়ে শ্যাম্পু স্ক্যাল্পে ও চুলে লাগান। হালকা করে ম্যাসাজ করুন। তবে জোরে নয়। শ্যাম্পু করার পর ঠান্ডা পানি ঢেলে চুল ধোবেন। পাশাপাশি হেয়ারপ্যাক ট্রাই করতে পারেন। হেয়ারপ্যাক চুলের ভিতর থেকে পুষ্টি জুগিয়ে মজবুত করে। শুধু পরিচর্যাই নয়, লাইফস্টাইলেও আমূল পরিবর্তনের মাধ্যমে চুল পড়ার মতো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। প্রতিদিনের খাদ্য তালিকায় ফল, শাকসবজি, ডিম, দুধ রাখুন। পাশাপাশি প্রয়োজনীয় ক্যালসিয়াম, আয়রন ও ভিটামিনের চাহিদা পূরণ করুন। তা ছাড়া তিসির তেলও চুল পড়া রোধে বেশ সহায়ক। এ তেল খাওয়ার জন্য নয়, প্রতিদিন ২ চা-চামচ তেল সালাদের সঙ্গে মিশিয়ে খান। চুল পড়া অনেকাংশে কমে আসবে। যাদের চুল পড়ে, তারা বাজারের চলতি প্রোডাক্ট ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here