কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার ব্যবস্থাপনায় শনিবার সকাল ৯টায় ঈদুল ফিতরের প্রধান জামাত কুড়িগ্রাম কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নুর বখত।
জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আহসান হাবীব নীলুসহ মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন পেশা ও বয়সের হাজার হাজার মুসলমান এ নামাজে অংশ নেন।