ভাঙ্গায় টাকার মালা দিয়ে গ্রাম্য মাতব্বরকে বরণ

0

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আবুল হাসেম হাওলাদার ওরফে ঠান্ডু (৭২) নামে এক প্রবীণ ব্যক্তিকে গ্রাম্য মাতব্বর হিসেবে বরণ করতে টাকার মালা পরানো হয়েছে। 

ঘটনাটি ঘটেছে ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে। এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা যায়, স্থানীয় আধিপত্য বিস্তার ও নেতৃত্বের ধারাবাহিকতায় তিনি প্রায় দুই শতাধিক পরিবারের প্রতিনিধিত্বকারী প্রধান মাতব্বর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে প্রায় এক হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করেন তিনি।

আবুল হাসেম বলেন, আমার বাবা ছিলেন এই এলাকার মাতব্বর। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এলাকাবাসীর অনুরোধে আমি আবারও দায়িত্ব নিয়েছি। জীবিত থাকতে আমি অন্যায়-অত্যাচার সহ্য করব না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here