৩-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত জয়

0

লা লিগায় রোমাঞ্চকর এক ম্যাচে ৩-১ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৪-৩ গোলের জয় তুলে নিয়েছে বার্সেলোনা। যোগ করা সময়ে করা রাফিনহার পেনাল্টি গোলই নিশ্চিত করেছে কাতালানদের গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট।  

শনিবার রাতে ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে এগিয়ে গেলেও পরে তিনটি গোল হজম করে বড় বিপদে পড়ে যায় বার্সা। তবে ম্যাচের শেষ ভাগে দানি ওলমো ও রাফিনহার নৈপুণ্যে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় দলটি।  

ম্যাচের শুরুতে বার্সাকে এগিয়ে দেন ফেরান তোরেস। মাঝমাঠ থেকে বল নিয়ে ড্রাইভ করে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন তিনি, এটি ছিল তার মৌসুমের ১০ম লিগ গোল।  

তবে এরপরই শুরু হয় সেল্টা ভিগোর ফরোয়ার্ড বরহা ইগলেসিয়াসের একক দাপট। বার্সার গোলরক্ষক ভোজচেখ শেজনির ভুল কাজে লাগিয়ে প্রথমে গোল শোধ দেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফ্রেংকি ডি ইয়ংয়ের ভুলে আরও একটি সুযোগ পেয়ে যান ইগলেসিয়াস, যা থেকেই আসে তার দ্বিতীয় গোল।  

ইগলেসিয়াস পরে হ্যাটট্রিক পূর্ণ করলে বার্সার ওপর চাপ বাড়ে। কিন্তু এরপর দানি ওলমো ও বদলি খেলোয়াড়দের নেতৃত্বে বার্সা ম্যাচে ফিরে আসে।  

শেষ মুহূর্তে ওলমো নিজেই ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। চাপের মুহূর্তে দায়িত্ব নেন রাফিনহা এবং সফল স্পটকিকে নিশ্চিত করেন ৪-৩ গোলের জয়।  

এই জয়ে ৭ পয়েন্টে ব্যবধানে শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করলো বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।  

ম্যাচ শেষে দানি ওলমো বলেন, ‘এটাই ফুটবল। আমরা সেরা পারফরম্যান্স দিতে পারিনি, কিন্তু শেষ পর্যন্ত দল লড়েছে এবং জয় ছিনিয়ে এনেছে। এই তিন পয়েন্ট আমাদের লক্ষ্য পূরণে খুবই গুরুত্বপূর্ণ।’  

অন্যদিকে, হ্যাটট্রিক করেও হতাশায় মাঠ ছাড়তে হয়েছে সেল্টা ভিগোর বরহা ইগলেসিয়াসকে। ৪৩ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে লিগ টেবিলের সপ্তম স্থানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here