নববর্ষের আনন্দে কলকাতার এক গয়না প্রস্তুতকারক সংস্থার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে চোকার ও সাবেকি গয়নার প্রতি তার বিশেষ ভালবাসার কথা জানিয়েছেন তিনি।
নিজের গয়না পছন্দ সম্পর্কে মিমি বলেন, ‘চোকার আমার সবচেয়ে প্রিয়। সবসময় জানতে চাই নতুন কী কী ডিজাইনের চোকার এসেছে। নেকলেসও খুব ভালোবাসি।’
মিমি আরও জানান, তার মায়ের একটি সাবেকি হার তিনি নিজের কাছে রেখে দিয়েছেন। ‘হারটা অপূর্ব সুন্দর। তাতে এমারেল্ড, ডায়মন্ড—সবই আছে। এই সংস্থার নতুন গয়নাগুলোতেও সেই সাবেকি ছোঁয়া পাওয়া যাবে,’ বলেন অভিনেত্রী।
নববর্ষ উপলক্ষে মিমির বাড়িতে প্রতি বছর পুজোর আয়োজন করা হয়, এবছরও ছিল ব্যতিক্রম নয়। অভিনেত্রী জানান, ‘মা সবসময় বলেন, বছরের শুরুটা যদি কাজে কাটে, তাহলে সারা বছর কাজ থাকে। ছোটবেলায় ভাবতাম ছুটি থাকলেই ভালো। এখন চাই, নববর্ষেও যেন কাজ থাকে।’
বর্তমানে ‘রক্তবীজ ২’-এর শুটিং নিয়ে ব্যস্ত মিমি। ব্যস্ত শিডিউলের মাঝেও নিজেকে ফিট রাখতে কঠোর ডায়েট মেনে চলেন। তবে মিষ্টি দেখলে আজও দুর্বল হয়ে পড়েন তিনি। ‘ক্যালোরির ব্যাপারে সচেতন থাকি, কিন্তু মিষ্টি দেখলেই মনটা আনচান করে,’ বলেন এই জনপ্রিয় অভিনেত্রী।