নাবিলা এবার বনলতা সেন

0

‘আমি ক্লান্ত প্রাণ এক, চারদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন-’ রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কিংবদন্তি চরিত্র বনলতা সেনকে চলচ্চিত্রের পর্দায় নিয়ে আসছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। আর এতে বনলতা হয়ে আসছেন মাসুমা রহমান নাবিলা। ‘বনলতা সেন’ সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষে মুক্তির প্রস্তুতি চলছে। জীবনানন্দের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে মৌলিক গল্পের এই সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই। জীবনানন্দ দাশের চরিত্রটি করেছেন অভিনেতা খায়রুল বাসার। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার, সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রুপন্তী আকীদ, শরিফ সিরাজ, সুমাইয়া খুশিসহ অনেকে। নির্মাতা উজ্জ্বল জানান, এই বাংলায় কবি জীবনানন্দ দাশের অকৃত্রিম দেশপ্রেমের কারণে তিনি অমর হয়ে আছেন। তাই তাঁর রচনা নিয়ে চলচ্চিত্র নির্মাণ গর্বের বিষয়। এতে তাঁর প্রতি সম্মান প্রদর্শন করার সুযোগ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here