থাইল্যান্ডে ভয়াবহ বায়ুদূষণ; হাসপাতালে লাখ লাখ মানুষ

0

ভয়াবহ বায়ুদূষণে বিপর্যস্ত দক্ষিণপূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড। দেশটিতে দূষণের মাত্রা এমন জায়গায় পৌঁছেছে যে, ২০২৩ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত দুষণজনিত অসুখ ও শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় ২৪ লাখ মানুষ।

তার মধ্যে চলতি সপ্তাহেই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৪৬৫ জন। থাইল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগের স্থায়ী সচিব ডা. ওপাস কর্নকাওইনপন বৃহস্পতিবার এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বায়ুদূষণ থেকে স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত করতে জনগণকে হাই কোয়ালিটি এন ৯৫ মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন থাইল্যান্ডের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তরা। এছাড়া ঘরের দরকা জানালা বন্ধ রাখার পাশপাশি বাড়ির বাইরে যথাসম্ভব কম সময় কাটানোরও আহ্বান জানিয়েছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here