ঢাকায় সফররত দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক উপসহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।
বৈঠকের বিষয়ে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেছেন, ‘অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনার সময় সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত উচ্চ শুল্ক নিয়ে আমাদের উদ্বেগের কথা বলেছি। আমরা এ পর্যন্ত যেসব পদক্ষেপ নিয়েছি, তা তাদের জানিয়েছি। আমরা দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কীভাবে কমিয়ে আনা যায়, সেটা নিয়ে আলোচনা করেছি। সামনে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো কী কী ব্যবস্থা নিতে যাচ্ছে, সেটা তাদের আমরা জানিয়েছি।’
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন তার দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
পররাষ্ট্রসচিব জানান, দুই মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফর করছেন। বৃহস্পতিবার তারা প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনা করেছেন। দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এই সরকারের চলমান সংস্কার, নির্বাচন, ইউএসএইডের তহবিল কাটছাঁট পুনর্বিবেচনা ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে।
মার্কিন পক্ষ থেকে বৈঠকে জানানো হয়েছে, ৯০ দিনের সময় খুবই কম এবং সমস্যা সমাধানের জন্য ৯ জুলাইয়ের আগে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।
পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশ ৯০ দিনের শুল্ক স্থগিত রাখার বিষয়টিকে বিরতি হিসেবে বিবেচনা করে না এবং উভয় দেশের পারস্পরিক স্বার্থে নতুন পরিস্থিতি মোকাবিলার জন্য অংশীদারদের সঙ্গে পরামর্শের উপায় খুঁজে বের করার জন্য সক্রিয়ভাবে এই সময়কে কাজে লাগাচ্ছে।