ঈদ এলে যেখানে যে অবস্থাই থাকি না কেন বাড়ি যাওয়ার পরিকল্পনা থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। এই ঈদে আমার দু’টি সিনেমা (‘পাপ’ ও ‘জ্বীন’) মুক্তি পেলেও মা-বাবা ও পরিবারের সঙ্গে বাড়িতেই ঈদ করবো। ঈদে আমি বাড়িতে যাই, আমার বোনেরা আসে- সবাই মিলে ঈদের আনন্দ উপভোগ করি।
আর ঈদের দিন সকাল শুরু হয় মায়ের হাতের সেমাই-রুটি খেয়ে। এরপর বাবার সঙ্গে ঈদের নামাজ পড়তে যাওয়া হয়। নামাজ শেষে যাওয়া হয় আত্মীয়-স্বজনদের বাড়িতে। তারপর দুপুরে বাড়িতে এসে মায়ের হাতের স্পেশাল কিছু আইটেম খাওয়া হয়, বিশেষ করে পোলাও ও গরুর মাংস আমার পছন্দ।
-জিয়াউল রোশান
চলচ্চিত্র অভিনেতা