ঈদের দিন সব সময়ই বাসায় থাকা হয়। সারা বছর কাজের ব্যস্ততায় কাটলেও বিশেষ এই দিনে পরিবারকে সময় দেওয়ার পরিকল্পনা আগে থেকেই থাকে। ঈদের দিন সকাল সকাল সবকিছু গুছিয়ে নেই। আর অন্যান্য সময়ে রান্না করি, না করি- ঈদের দিন টুকটাক রান্না করা হয়। চেষ্টা থাকে পরিবারের সবার জন্য স্পেশাল কিছু করার। এবারও তার ব্যতিক্রম হবে না। পরিবার ও সন্তানকে নিয়ে ঈদের দিন বাসায়ই কাটবে। সময় পেলে একটু ঘুরতে যাওয়ার চেষ্টা করবো। তবে এবার যেহেতু ঈদে আমার অভিনীত দু’টি সিনেমা (‘লিডার, আমিই বাংলাদেশ’ ও ‘লোকাল’) মুক্তি পাচ্ছে, তাই ঈদের পরদিন থেকে হল ভিজিটে যাওয়ার ইচ্ছা আছে। আমার ছবি নিয়ে দর্শকের অনুভূতি খুব কাছ থেকে দেখবো।
-শবনম বুবলী
চলচ্চিত্র অভিনেত্রী