রিয়ালের ‘বিশেষ আবদার’ মেনে নিল উয়েফা

0

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে আর্সেনালের মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ, আর এই ম্যাচ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। প্রথম লেগে আর্সেনালের মাঠে ৩-০ ব্যবধানে হেরে এসেছে স্প্যানিশ জায়ান্টরা। সেই হার ঘুচিয়ে ঘরের মাঠে আরেকটি ঐতিহাসিক কামব্যাকের স্বপ্ন দেখছে তারা।

আজ সান্তিয়াগো বার্নাবেউতে ফিরতি লেগে মাঠে নামবে রিয়াল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের মাঠকে যেন ‘দুর্ভেদ্য দুর্গে’ রূপান্তর করতে চায় ক্লাবটি। এরই অংশ হিসেবে বিশেষ এক আবেদনে উয়েফার অনুমতি নিয়েছে তারা—ম্যাচ চলাকালে স্টেডিয়ামের ছাদ বন্ধ রাখা হবে।

রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানান, ছাদ বন্ধ থাকলে স্টেডিয়ামের শব্দ আরও তীব্রভাবে প্রতিধ্বনিত হয়, যা খেলার পরিবেশে রোমাঞ্চ যোগায় এবং খেলোয়াড়দের বাড়তি অনুপ্রেরণা দেয়। গত মৌসুমে বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেমিফাইনালে এমন পরিবেশেই দারুণ এক জয় পেয়েছিল রিয়াল।

শুধু তাই নয়, মাঠে দর্শকদের ক্ষেত্রেও বিশেষ পরিকল্পনা নিয়েছে ক্লাবটি। ১৬ বছরের কম বয়সী শিশু ও ৪০ বছরের বেশি বয়সীদের মাঠে আসতে নিরুৎসাহিত করা হয়েছে, যেন গ্যালারির প্রতিটি চিৎকারে থাকে আগুন ঝরানো আবেগ।

তবে সবকিছুর মাঝেও আশঙ্কা থেকেই যাচ্ছে। এই মৌসুমে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ ইতোমধ্যেই চারটি ম্যাচে হেরেছে, যার মধ্যে সর্বশেষ হারটি ছিল ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে।

অন্যদিকে, আর্সেনালও প্রস্তুত চূড়ান্ত লড়াইয়ের জন্য। মিকেল আর্তেতার দল আত্মবিশ্বাসী, কিন্তু বার্নাব্যুর উত্তপ্ত, অনুপ্রেরণায় ভরা পরিবেশে তাদের টিকে থাকাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার লড়াইয়ে আজকের ম্যাচটি রিয়ালের জন্য বাঁচা-মরার ব্যাপার। আর এই লড়াইয়ে বার্নাব্যুর বন্ধ ছাদই হতে পারে তাদের জয়ের রহস্য!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here