৪ দিনে বঙ্গবন্ধু সেতু পারাপার দেড় লাখ যানবাহন

0

ঈদযাত্রায় গত রবিবার রাত ১২টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এক লাখ ৪৪ হাজার ৯৩৩টি যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে। এতে সেতুর টোল আদায় হয়েছে ১১ কোটি ১৭ লাখ ৯৩ হাজার ৬৫০ টাকা। 

স্বাভাবিক অবস্থায় প্রতিদিন ১৭/১৮ হাজার যানবাহন সেতু পারাপার হয়। ঈদের কারণে গত রবিবার থেকে এই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। তারপর প্রতিদিনই যানবাহন বৃদ্ধির হার অব্যাহত ছিল। তবে শুক্রবার সকাল থেকে যানবাহনের চাপ কমতে শুরু করে। 

পুলিশ সূত্র জানায়, অন্য বারের তুলনায় এবার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তেমন যানজট হয়নি। ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় এবং এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক এক মুখীযান চলাচলের ব্যবস্থা করায় যানজট এড়ানো গেছে। শুক্রবার দুপুরে সরেজমিন টাঙ্গাইল থেকে সেতু পর্যন্ত গিয়ে দেখা যায়, মহাসড়কে তেমন যানবাহনের চাপ নেই। নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে। 

এলেঙ্গা গ্যাস স্টেশনে বগুড়াগামী মাইক্রোবাসের যাত্রী শফিকুল ইসলাম জানান, চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত আসতে তেমন অসুবিধা হয়নি। স্বাভাবিক সময়ের মতো এক ঘণ্টায় এ পথ পাড়ি দিতে পেরেছেন। 

হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান জানান, রাতে সেতু উপর একটি গাড়ি বিকল হওয়ায় সেতু এলাকায় কিছুটা যানজট হয়েছিলো। সকালের মধ্যেই সে জট কেটে যায়। দুপুরের দিকে যানবাহনের চাপ কমে আসে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here