এই প্রথম কোনো ঈদে আমার ছবি (শত্রু) মুক্তি পাচ্ছে। তাই এবারের ঈদ যতোটা না ব্যক্তি মিতুর, তার থেকে বেশি নায়িকা মিতুর। ঈদে ঢাকার হলগুলো পরিদর্শনে যাওয়ার ইচ্ছা রয়েছে। রান্নাঘরের দায়িত্ব পুরোপুরি আম্মুই সামলান, আমার দায়িত্ব শুধুমাত্র খেয়ে দেখা। হা. হা.. হা…। আমার ভাইবোনেরা কেউ এর আগে সিনেমাহলে যায়নি, তাই হয়তো তাদের জীবনের প্রথম হলে গিয়ে ছবি দেখা হবে ‘শত্রু’। ঈদ নিয়ে আমি খুবই এক্সাইটেড। আব্বুর মৃত্যুর পর এই প্রথম কোনো ঈদে আমার মুখে হাসি থাকবে বলে মনে হচ্ছে।
-জাহারা মিতু