হার্ভার্ডের ২.২ বিলিয়ন ডলারের অনুদান স্থগিত করলেন ট্রাম্প

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নির্দেশ অমান্য করায় হার্ভার্ড ইউনিভার্সিটিকে দেওয়া ২.২ বিলিয়ন ডলারের অনুদান স্থগিত করেছে হোয়াইট হাউস। এছাড়াও স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে থাকা আরও ৬০ মিলিয়ন ডলারের চুক্তিও। সোমবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়টি জানিয়েছে।

শুক্রবার পাঠানো এক চিঠিতে হার্ভার্ডকে ‘ব্যাপক সংস্কার’ কার্যকর করার নির্দেশ দেয় ট্রাম্প প্রশাসন। এর মধ্যে রয়েছে মেধাভিত্তিক ভর্তি ও নিয়োগ প্রক্রিয়া চালু করা, ছাত্র, শিক্ষক ও প্রশাসনের মধ্যে বৈচিত্র্যবিষয়ক দৃষ্টিভঙ্গির উপর নিরীক্ষা চালানো এবং মুখোশ পরা নিষিদ্ধ করা, যা মূলত ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের দমনের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়গুলিতে ইহুদি-বিদ্বেষের পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ মার্কিন প্রশাসনের। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরা সঠিক পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইহুদি-বিদ্বেষ বন্ধ করার জন্য কী কী করণীয়, সে বিষয়ে কিছু শর্তাবলীও জানিয়ে দেওয়া হয়েছিল মার্কিন প্রশাসনের পক্ষ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here