আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’। সিনেমাটির টিজার ও প্রথম গান মুক্তির পর থেকে বেশ আলোচনায় রয়েছে তপু খান পরিচালিত এই ছবি।
ঈদে মুক্তির অপেক্ষায় থাকা আরও বেশকিছু ছবির সঙ্গে পাল্লা দিয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন শাকিব খান। সারা দেশের ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘লিডার: আমিই বাংলাদেশ’।
তিনি বলেন, আমার বানানো প্রথম ছবি ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার বিষয়টি সত্যিই আনন্দের। মনে মনে তেমনটা চেয়েছিলামও। এরই মধ্যে ছবির টিজার ও দুটি গান ‘কথা আছে’ এবং ‘সুরমা’ প্রকাশের পর থেকে সবাই পছন্দ করেছেন। আশা করছি ছবিটিও সবার মন জয় করবে।
এদিকে শাকিব খানও তার ফেসবুক পেজে ১০০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির বিষয় নিশ্চিত করেছেন।
তিনি লেখেন, ‘মুক্তি পেতে যাওয়া ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার গান ইউটিউব ও ফেসবুক ট্রেন্ডিংয়ে আছে! এই সিনেমার মুক্তি পাওয়া ২টি গানই ফেসবুক ও ইউটিউব ট্রেন্ডিংয়ে! আরও আনন্দের বিষয় হচ্ছে ঈদে ১০০-এর বেশি সিনেমা হলে মহাসমারোহে মুক্তি পেতে যাচ্ছে ‘লিডার আমিই বাংলাদেশ’।’
জানা গেছে, ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার পাশাপাশি মুক্তির অপেক্ষায় আছে ‘শত্রু’, ‘লোকাল’, ‘জ্বীন’, ‘কিল হিম’, ‘পাপ’, ‘আদম’ ও ‘প্রেম প্রীতির বন্ধন’।