‘ফতেহ’ সাবমেরিন থেকে আমেরিকার পরমাণু শক্তিচালিত গাইডেড মিসাইল সাবমেরিন ‘ফ্লোরিডা’কে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে বলে জানিয়ছে ইরানের নৌবাহিনী।
সাবমেরিনটি পারস্য উপসাগরের প্রবেশমুখ হরমুজ প্রণালী এলাকায় ঘোরাঘুরি করার সময় এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। এ সময় ইরানের সাবমেরিন মার্কিন সাবমেরিনটিকে শনাক্ত করে এবং প্রতিরোধের জন্য এক ধরনের মহড়া চালায়। এতে মার্কিন সাবমেরিনটি হরমুজ প্রণালীতে পানির গভীর থেকে ভেসে উঠতে বাধ্য হয়।
তিনি জানান, মার্কিন সাবমেরিনটি ইরানের পানির সীমার অনেকটা কাছাকাছি ছিল। এ সময় তাকে প্রয়োজনীয় সতর্কবার্তা পাঠানো হয় এবং এরপর তার গতিপথ পরিবর্তন করে অন্যদিকে চলে যায়।
অ্যাডমিরাল শাহারাম ইরানি বলেন, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ এই জলপথে কেন মার্কিন সাবমেরিন নীতি লঙ্ঘন করল তার ব্যাখ্যা আমেরিকাকে অবশ্যই দিতে হবে।
তিনি বলেন, ইরানের নৌবাহিনীর পক্ষ থেকে আমেরিকার জন্য সতর্কবার্তা হচ্ছে-তাদেরকে এখন থেকে অবশ্যই সমস্ত আন্তর্জাতিক নিয়মনীতি মেনে চলতে হবে।
সূত্র : রয়টার্স।