ইরানে ৮ পাকিস্তানি হত্যা নিয়ে যা বললেন শেহবাজ শরিফ

0

চলতি মাসের ১২ এপ্রিল ইরানে আট পাকিস্তানি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। আফগানিস্তান সীমান্তের কাছে মেহরেস্তান জেলায় একটি ওয়ার্কশপে ওই ঘটনা ঘটে। 

ইরানের প্রতি ওই হত্যাকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

সীমান্তে উত্তেজনা নিয়ে ইরান ও পাকিস্তানের মধ্যে কিছুদিন ধরে অস্থিরতা বিরাজ করছে। সম্প্রতি দেশ দুটি সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণ করে। এর মধ্যেই হত্যা করা হয়েছে পাকিস্তানের ওই আট নাগরিককে। ফলে দুই দেশের মধ্যকার সম্পর্ক এখন কোনদিকে মোড় নেবে তা বলা কঠিন।

জানা গেছে, নিহত আট পাকিস্তানি পেশায় গাড়ির মেকানিক। তাদের হত্যাকে ‘জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড’ অভিহিত করেন শেহবাজ শরিফ। এছাড়া অপরাধীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে ইরানি কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন তিনি। 

নিহতদের মধ্যে ছয়জন খানকা শরীফের বাসিন্দা। বাকি দু’জন আহমেদপুর শারকিয়ার। এক বিবৃতিতে শেহবাজ বলেন, সন্ত্রাসবাদ সমগ্র অঞ্চলের জন্য একটি গুরুতর হুমকি। 

এসময় তিনি প্রতিবেশী দেশগুলোকে চরমপন্থার বিরুদ্ধে একটি যৌথ কৌশল প্রণয়নের আহ্বান জানান। 

উল্লেখ্য, ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা ও তাদেরকে সমর্থন দেওয়ার জন্য পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন শেহবাজ। এছাড়া তেহরানে অবস্থিত পাকিস্তানের দূতাবাসকে মরদেহগুলো দ্রুত দেশে পাঠানোর নির্দেশ দেন তিনি। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here