গোপালগঞ্জে শহীদ পরিবার পেল অনুদান

0

ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান-২০২৪ এ শহীদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গোপালগঞ্জের ৭টি পরিবারের হাতে ২ লাখ টাকা করে মোট ১৪ লাখ টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

এদিন শহীদ কোটালপাড়ার রথিন বিশ্বাস, মুকসুদপুরের আরাফাত মুন্সী, সাবিদ হোসেন, মুজাহিদ মল্লিক, বাবু মোল্লা, সদর উপজেলার মো. মঈনুল হোসেন ও জিল্লুর শেখের পরিবারের কাছে এসব আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।

এ সময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌর প্রশাসক বিশ্বজিত কুমার পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান, সমাজসেবা অফিসের উপ-পরিচালক মো. হারুন অর রশিদ, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস, শহীদ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here