প্রথমেই সবাইকে ঈদ মোবারক। বিয়ের পর থেকে গত ৮-৯ বছর ধরে ঈদের দিন আমার ঢাকাতেই থাকা হয়। আর বিয়ের আগের ঈদের দিনগুলো আমার খুলনার বাড়িতে কাটত। কিন্তু এখন আমার শ্বশুর-শাশুড়ি ও স্বামী সন্তানের সঙ্গে ঢাকাতেই ঈদ করা হয়। তবে ঈদের পরদিন আমার নিজের বাড়ি খুলনাতে যাওয়া হয়। আর ঈদের দিনের আমার রান্নাবান্না কিছু করতে হয় না। আমার শাশুড়ি আছেন উনি এইটা মেইনটেইন করেন। আমি সাধারণত ঈদের দিন সুন্দর মতো সেজেগুজে বাসায় থাকি, এটাই।
-পিয়া জান্নাতুল