সিনেমার বাজেট ১০০ কোটি, সানি দেওল একাই নিয়েছেন ৫০ কোটি!

0

‘গদার ২’ দিয়ে সদর্পে ফেরেন নব্বইয়ের দশকের অন্যতম বলিউড নায়ক সানি দেওল। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, ‘গদার ২’-এর সাফল্যের পর নিজের পারিশ্রমিক ছয় গুণ বাড়িয়েছেন সানি। যার প্রমাণ মেলে সদ্য মুক্তি পাওয়া ছবি ‘জাট’ এ। 

গত ১০ এপ্রিল মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। তবে সিনেমাটির জন্য সানি পারিশ্রমিকও নিয়েছেন আকাশছোঁয়া! সিনেমাটি প্রথম দিনে আয় করেছে ৯ কোটি রুপি ও দ্বিতীয় দিনে ৬ কোটি রুপি। বেশ পছন্দও করছেন দর্শকরা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, জাটের বাজেট ১০০ কোটি রুপি। আর এতে অভিনয়ের জন্য সানি একাই পারিশ্রমিক নিয়েছেন ৫০ কোটি রুপি। সিনেমার বাজেটের অর্ধেকই তার পারিশ্রমিক!

ছবিটি মুক্তির আগে ট্রেলারও প্রশংসিত হয়েছে। এর আগে, ‘গাদার ২’-এর জন্য সানি পারিশ্রমিক পেয়েছিলেন আট কোটি রুপি। অর্থাৎ মাত্র বছর দুইয়ের ব্যবধানে ছয় গুণের বেশি পারিশ্রমিক বাড়িয়েছেন সানি। সামনে আসছে তার ‘লাহোর ১৯৪৭’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here