চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠেও দুশ্চিন্তায় গার্দিওয়ালা

0

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টানা তিন আসরে সেমিফাইনালে উঠেছে। তবে ইউরোপ সেরার মঞ্চে শেষ চারে উঠেও দুশ্চিন্তায় ক্লাবটির কোচ পেপ গার্দিওয়ালা।

কিভাবে টানা খেলার ধকল সামলে উঠবে সিটি, সেটিই বেশি ভাবাচ্ছে গার্দিওয়ালাকে। মিউনিখে বায়ার্নের বিপক্ষে বুধবার রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লিগে ১-১ ড্র করে সিটি। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জিতে নিশ্চিত করেছে সেমিফাইনাল।

বিটি স্পোর্টকে গার্দিওয়ালা বলেন, ‘আমরা ক্লান্ত। আমি জানি না কিভাবে আমরা শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে খেলতে নামার আগে ফিট হবো। শনিবার খেলাটাই আমাদের জন্য কঠিন মুহূর্ত।’

এদিকে চ্যাপিয়ন্স লিগের শেষ চার খেলতে নামার আগে অবশ্য সময় পাচ্ছে সিটি। মে’র ৯ তারিখে সান্টিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে মুখোমুখি হবে রিয়াল-সিটি। আর ১৬ মে ইত্তিহাদে দ্বিতীয় লেগে খেলতে নামবে দুই দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here