যুবদল নেতাকে মারধরের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

0

ঝালকাঠির রাজাপুর উপজেলা মঠবাড়ি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হালিম গাজীকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নিজে। রবিবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে হালিম গাজী লিখিত বক্তব্যে বলেন, গত ১১ এপ্রিল উপজেলার মঠবড়ি মাহামুদিয়া মাদ্রাসা মাঠে ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভায় বক্তব্য দেয়ার সময় মাইক্রফোন কেড়ে নিয়ে তাকে লাঞ্ছিত করে মঞ্চ থেকে নামিয়ে দেয়া হয়। এরপর তাকে মাদ্রাসার একটি কক্ষে দীর্ঘক্ষণ আটকে রেখে মারধর ও প্রাণনাশের হুমকি দেয় রাজাপুর উপজেলা বিএনপির (দলীয় পদ স্থগিত হওয়া) সাধারণ সম্পাদক নাসিম আকন ও তার সহযোগীরা। ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। মাদ্রাসা কক্ষে নিয়ে মারধরের ঘটনা তাৎক্ষণিক কেন্দ্রীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম জামালের জানানো হয়। কিন্তু তিনি এ ঘটনায় কোনো পদক্ষেপ নেয়ার পরিবর্তে নাসিম আকনের পক্ষে অবস্থান নেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন যুবদল নেতা হালিম গাজী। হালিম বিএনপির জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে এ ঘটনার বিচার দাবি করেন।

এ বিষয় জানতে চাইলে রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) নাসিম আকন বলেন, এ ধরনের কোনো ঘটনার সাথে জড়িত নন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমন অভিযোগ উত্থাপন করা হয়েছে। এদিকে নিজের উপস্থিতিতে যুবদল নেতাকে মারধরের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here