আইপিএলে শামির লজ্জার রেকর্ড

0

পাঞ্জাব কিংসের ইনিংসের শেষ ওভারে মোহাম্মদ শামির ওপর যেন ঝড় বয়ে গেল। শেষ চার বলে চারটি ছক্কা হাঁকিয়ে রীতিমতো তাণ্ডব চালান অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। এর ফলে আইপিএলের ইতিহাসে এক ইনিংসে ভারতীয় কোনো বোলারের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়লেন শামি।

শনিবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে নামা শামি ৪ ওভারে কোনো উইকেট না নিয়ে দেন ৭৫ রান।  

এটি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান দেওয়া বোলিং ফিগার। চলতি আসরেই ৭৬ রান দিয়ে শীর্ষে আছেন ইংলিশ পেসার জফ্রা আর্চার। এর আগে ভারতীয়দের মধ্যে রেকর্ড ছিল মোহিত শর্মার (৪ ওভারে ৭৩ রান) নামে, এবার তা পেছনে ফেললেন শামি।

শুরুটা ভালোই করেছিলেন তিনি—প্রথম তিন বলে দেন মাত্র ২ রান। কিন্তু এরপরেই ছন্দপতন। প্রথম ওভারের শেষ তিন বলে প্রভসিমরান সিং মারেন টানা তিন চার। দ্বিতীয় ওভারে আবার ৩টি ছক্কা ও একটি চারে আসে ২৩ রান।  

তৃতীয় ওভারে কিছুটা নিয়ন্ত্রণে ছিলেন (১১ রান), তবে শেষ ওভারে স্টয়নিস একাই তুলে নেন ২৭ রান, যার মধ্যে ছিল শেষ চার বলে চারটি ছক্কা!

চার ওভারে মোট ৭টি ছক্কা ও ৬টি চার হজম করেন শামি। তার এই দুঃস্বপ্নের স্পেলেই পাঞ্জাব কিংস ২০ ওভারে ৬ উইকেটে তোলে ২৪৫ রান। দলের পক্ষে অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৩৬ বলে ৮২ ও স্টয়নিস ১১ বলে অপরাজিত ৩৪ রান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here