লিটন দাসের ব্যর্থতার রাতে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। ডেভিড ওয়ার্নারের দিল্লির কাছে চার উইকেটে হেরেছে কলকাতা। তবে এই জয়ে টানা পাঁচ হারের পর প্রথম জয়ের দেখা পেল দিল্লি।
এদিন আইপিএলে কলকাতার হয়ে অভিষেক হয় লিটন দাসের। তবে অভিষেক ম্যাচ রাঙাতে পারলেন না তিনি। চার রানেই বিদায় নিতে হয় বাংলাদেশের এই ব্যাটারকে।
তবে ওপেনার জেসন রয়ের ৪৩ ও শেষ দিকে আন্দ্রে রাসেলের ৩৮ রানে ভর কর কলকাতা সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২৭ রান।
রান তাড়া করতে নেমে তাই তাড়াহুড়ো ছিল না দিল্লির ব্যাটসম্যানদের। পৃথ্বী শ ১১ বলে ১৩ রান করে আউট হলেও অধিনায়ক ওয়ার্নারের ১১ চারে ৪১ বলে ৫৭ রানের ইনিংস ঝামেলায় পড়তে দেয়নি দিল্লিকে। শেষ পর্যন্ত তারা লক্ষ্যে পৌঁছে গেছে ৪ বল হাতে রেখে।