ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ২৭টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকালে উপজেলার নেপার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাদিরকোল গ্রামের মনোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন (৩২) ও একই গ্রামের আব্দুস সালামের ছেলে সাইফুল ইসলাম (২৬)।
এসময় দুজনকে তল্লাশি করে প্যান্টের পকেটে টেপ দিয়ে পেঁচানো অবস্থায় ২৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মূল্য দুই কোটি ৫৬ লাখ ৩৮ হাজার ৫২০ টাকা হবে বলে জানান তিনি।