নারায়ণগঞ্জের রূপগঞ্জে রমজান উপলক্ষে ২৫ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী সহায়তার পর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আরও ২০ হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ ও ১৫ হাজার পরিবারকে বস্ত্র দিয়ে সহায়তা দেয়ার উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ ও রংধনু গ্রুপ।
উপহার হিসেবে বৃহস্পতিবার (২০ এপ্রিল) উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় অবস্থিত রংধনু গ্রুপের অস্থায়ী কার্যালয় মাঠে এসব দরিদ্র পরিবারদের মাঝে বস্ত্র বিতরণ শুরু করেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম।
রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম বলেন, স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদের কোনও প্রকার ইফতার মাহফিল করে টাকা নষ্ট না করে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আর সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বসুন্ধরা গ্রুপ ও রংধনু গ্রুপের উদ্যোগে আমরা রমজান মাস জুড়ে এবং ঈদ উপলক্ষে সাধারণ দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। আর এ সহায়তা সারা বছর জুড়েই অব্যাহত থাকবে।
রংধনু গ্রুপের পরিচালক ও জেলা পরিষদের সাবেক সদস্য মিজানুর রহমান মিজান বলেন, বসুন্ধরা গ্রুপ ও রংধন গ্রুপ সব সময় রূপগঞ্জের মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আর উপহার হিসেবে পবিত্র রমজান মাস জুড়ে খাদ্যসামগ্রী থেকে শুরু করে বস্ত্র ও অর্থ দিয়ে মানুষকে সহযোগিতা করা অব্যাহত ছিলো। এখন থেকে ঈদ সামগ্রী বিতরণ করা শুরু হয়েছে।
বস্ত্র নিতে আসা আক্কাস আলী, রহমতুল্লাহ, আইমুন্নেছাসহ আরও অনেকেই বলেন, রোজার মধ্যে অনেক কষ্টে দিন কাটিয়েছি। বসুন্ধরা গ্রুপ ও রংধনু গ্রুপের চাল পেয়ে অনেক খুশি হয়েছি। এবার ঈদের শাড়ি ও লুঙ্গি পেয়েছি। পাবো ঈদ সামগ্রীও। আল্লাহ তাদের অনেক ভালা করবে, আরও দিবে।
ঈদ বস্ত্র বিতরণের সময় খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার আবুল বাশার টুকু, ভুলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু দাউদ মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামী লীগ সদস্য করিম পাঠান, ভুলতা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলী মাস্টার, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলী আজগর ভূইয়া ও আলতাফ হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, যুবলীগ সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ইউনিয়ন আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট যতীন্দ্র বাবু, আওয়ামী লীগ সদস্য শমসের আলী, হাজী আমিন হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, মোস্তফা কামাল হোসেন, মো. জলিল ভূঁইয়া, সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদসহ আরও অনেকে।