ভুয়া প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রতারণা, সতর্ক করলো মন্ত্রণালয়

0

নিয়োগ, পদায়ন, বদলির ক্ষেত্রে ভুয়া প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রতারণার চেষ্টা করছে এক চক্র। এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১০ এপ্রিল) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদায়ন আদেশ নকল করে কর্মকর্তার সই জাল করে ভুয়া স্মারক বসিয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রতারক চক্র প্রতারণা করার চেষ্টা করছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব নিয়োগ/পদায়ন/বদলি সংক্রান্ত সব আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির (জিইএমএস) মাধ্যমে প্রকাশ করা হয়। যে কোনো নিয়োগ/পদায়ন/বদলির প্রজ্ঞাপনের বিষয়ে কোনো ধরনের যাচাইয়ের প্রয়োজন হলে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে যাচাই করা যেতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here