সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ

0

সাংবাদিক নির্যাতনের নিরাপদ রুট হয়ে উঠেছে রংপুর। প্রায়ই কোথাও না কোথাও সাংবাদিক নির্য়াতনের ঘটনা ঘটছে। মামলা, হুমকি-ধামকি চলছে। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে সাংবাদিক মামলা করলেও ওইসব মামলার কোন অগ্রগতি নেই।  এছাড়া ডিজিটার নিরাপত্তা আইনে মামলসহ বিভিন্নভাবে নির্যাতন করা হচেছ সাংবাদিকদের। সর্বশেষ বুধবার সাংবাদিক জাহাঙ্গীর আলম বাদল, সাংবাদিক ইমরোজ হোসেন ইমু পৃথক পৃথক ঘটনায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।এই হামলার প্রতিবাদের বৃহস্পতিবার রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন-সমাবেশ করেছে সাংবাদিক সমাজ।

এসময় হামলাকারি সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রশাসনের প্রতি দাবী জানানো হয়। অন্যত্থায় ঈদের পর বৃহত্তর আন্দোলন গড়ে তোলার  ঘোষণা দেন সাংবাদিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here