দু’দিনের ব্যবধানে স্বামী-সন্তান খুন, এবার আতিকের স্ত্রীকে খুঁজছে পুলিশ

0

মাত্র দু’দিনের ব্যবধানে খুন হয়েছেন ছেলে আসাদ ও স্বামী আতিক আহমেদ। ঠিক এরপরই উত্তর প্রদেশের ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধীর তালিকায় শীর্ষে উঠে এসেছেন আতিকের স্ত্রী ৫১ বছর বয়সী শায়িস্তা পরভিন। তার তথ্য দেওয়ার ক্ষেত্রে ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণা করেছে রাজ্য পুলিশ।

কিন্তু আতিকের স্ত্রী শায়িস্তা পারভিন এখনো পলাতক। তার খোঁজে বুধবার কৌশাম্বীতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় ড্রোনও ব্যবহার করা হয়। দুই ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েও পুলিশ শায়িস্তার খোঁজ পায়নি বলে এএসপি সমর বাহাদুর জানিয়েছেন।

অন্যদিকে উত্তরপ্রদেশের বাহুবলী রাজনীতিক আতিক আহমেদ ও তার ভাই আরশাদকে খুন করার ঘটনা পুনর্নিমাণ করবে পুলিশ। তদন্তের স্বার্থে এই পুনর্নিমাণ হবে। অর্থাৎ, গত শনিবার আতিক ও তার ভাইকে সাংবাদিক সেজে তিন অভিযুক্ত যেভাবে হত্য়া করেছিল, ঘটনাস্থলে গিয়ে তা আবার সাজাবার চেষ্টা করবে পুলিশ।

এর জন্য তিন অভিযুক্ত ২২ বছরের লাভলেশ তিওয়ারি, ২৩ বছর বয়সি মোহিত সিং ওরফে শনি এবং ১৮ বছরের অরুণ মৌর্ষকে ঘটনাস্থলে নিয়ে যেতে পারে পুলিশ। কোনো বড় ঘটনার তদন্তে পুলিশ এখন এইভাবে ঘটনার পুনর্নিমাণ করে থাকে। এই তিন অভিযুক্তকে চারদিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন বিচারক।

সূত্র জানাচ্ছে, পুলিশের কাছে শনি জানিয়েছে, তুরস্কে তৈরি জিগানা পিস্তল সে ডন জিতেন্দ্র সিং গোগির কাছে পেয়েছিল। ২০২১ সালে দিল্লিতে আদালতকক্ষে গোগিকে গুলি করে হত্যা করা হয়। গোগির দেয়া পিস্তল দিয়েই তারা আতিককে খুন করেছে বলে জানিয়েছে।

এই তিন অভিযুক্ত এর আগেও একবার আতিককে খুন করার চেষ্টা করেছিল। কিন্তু সেদিন আতিকের সঙ্গে পুলিশের বলয় দেখে আর সেই চেষ্টা করেনি। সূত্র : ডয়চে ভেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here