ভিলাকে হারিয়ে সেমির পথ সহজ করে রাখল পিএসজি

0

অ্যাস্টন ভিলার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েছিল প্যারিস সেন্ট জার্মেই। এরপর অবশ্য শেষ হাসি হেসেছে তারা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে জিতেছে ফরাসি চ্যাম্পিয়নরা।

বুধবার রাতের ম্যাচটিতে ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে দুয়ো দিয়েছেন প্যারিসের দর্শকরা। পেনাল্টি শ্যুটআউটে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মহানায়কের ওপর যে ফ্রেঞ্চরা এখনো ক্ষোভ পুষে রেখেছেন, এতে করে তা বোঝা গেল নিশ্চিতভাবেই। তবে প্যারিসের দর্শকদের দুয়ো আমলে নেননি মার্তিনেজ। আর্জেন্টাইন কিপার শুরুতেই ভিতিনহার নিচু শট আটকে দেন। তারপর জালের দিকে ছুটতে থাকা উসমান দেম্বেলের হাফ ভলিও থামান মার্তিনেজ।

শুরুতেই দুটি সেভে নিজেকে প্রমাণ করেন মার্তিনেজ। কিন্তু প্রথম পরিষ্কার সুযোগ থেকে প্রিমিয়ার লিগ দলই এগিয়ে যায়।

মাঝমাঠে মেন্দেসের ভুলে জন ম্যাকগিন বল পান। তিনি পাস দেন ইউরি তিয়েলমান্সকে। বেলজিয়ান ফাঁক খুঁজে পেয়ে রজার্সের দিকে বল বাড়ান, ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান। 

চার মিনিট পর সমতায় ফেরে পিএসজি। বক্সের প্রান্ত থেকে বাঁকানো শটে জালে বল ঠেলে দেন দুয়ে।

বিরতির পরও ভিলাকে চাপ দিয়ে খেলতে থাকে পিএসজি। মাঝমাঠে দারুণ সমন্বয়ে কাছের পোস্ট থেকে লক্ষ্যভেদ করে স্কোর ২-১ করেন খভিচা কভারাৎস্খেলিয়া।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন মেন্দেস। এজরি কোন্সাকে কাট করে মার্তিনেজকে পরাস্ত করেন তিনি। আর্জেন্টাইন কিপার অবনত মাথায় মাঠ ছাড়েন।

আর সব প্রতিযোগিতায় টানা সাত ম্যাচের জয়যাত্রা থামে ভিলার। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠতে আগামী মঙ্গলবার ফিরতি লেগে বিশেষ কিছু করতে হবে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here