ধর্ম অবমাননার অভিযোগে শাস্তি মেসি সতীর্থ মার্তিনেজের

0

বরাবরই ঠান্ডা মস্তিষ্কের ভদ্র ফুটবলার হিসেবে পরিচিতি আছে আর্জেন্টাইন ফুটবলারদের। তবে এবার আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী স্ট্রাইকার লাওতারো মার্তিনেজের বিপক্ষে উঠেছে ধর্ম অবমাননার অভিযোগ। আর এই অভিযোগে তাকে শাস্তিস্বরূপ জরিমানা করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।

টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের পর মার্তিনেজের বিরুদ্ধে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ আনে ফেডারেল প্রসিকিউটরের অফিস। অভিযোগে বলা হয়, ম্যাচ চলাকালে মার্তিনেজ দুইবার ধর্ম অবমাননাকর শব্দ উচ্চারণ করেন, যা টেলিভিশন সম্প্রচারে স্পষ্টভাবে ধরা পড়েছে। তবে ধর্ম অবমাননার অভিযোগ সরাসরি অস্বীকার করেছিলেন ইন্টার মিলান অধিনায়ক। কিন্তু তবুও বিষয়টি নিয়ে তদন্ত চালায় ফেডারেল প্রসিকিউটর অফিস।

তদন্ত শেষে অডিও রেকর্ডিংয়ে তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে জরিমানা করা হয় ৫ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৬৫ হাজার টাকা। তবে সেদিন ম্যাচ শেষে লাওতারো মার্তিনেজ উত্তেজিত হয়ে কী আপত্তিকর শব্দ বলেছিলেন সেটা পরিষ্কার করেনি এফআইজিসি। তাই এই তদন্ত শেষে কিছুটা ধোঁয়াশাও রয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here