কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আপাতত করোনার মৃদু উপসর্গ নিয়ে বাড়িতেই হোম আইসোলেশনে আছেন তিনি।
বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জারি করা একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, আজ দিল্লিতে ভারতীয় বিমান বাহিনীর কমান্ডারদের একটি সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ার কারণে তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না।
এদিকে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যার উঠানামা চলছেই। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১২,৫৯১ জন। অথচ বুধবার সেই সংখ্যাটা ছিল ১০,৫৪২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪০ জনের এখনো পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ৫,৩১,২৩০।
গত সপ্তাহের ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত পাঁচ দিন করোনার গ্রাফ ছিল নিম্নমুখী। ১৫ এপ্রিল সংক্রমণের সংখ্যা ছিল ১০,৭৫৩ জন, ১৬ এপ্রিল ১০,০৯৩ জন, ১৭ এপ্রিল ৯,১১১ জন এবং ১৮ এপ্রিল তা কমে দাঁড়ায় ৭,৬৩৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা একটিভ কেসের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৬৫,২৮৬ টি, বুধবার তা ছিল ৬৩,৫৬২ টি।
কেরল, দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক ও রাজস্থান- ভারতের এই আট রাজ্যে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত সংখ্যা দ্রুততার সাথে বাড়ছে বলে জানা গেছে।