ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহত বেড়ে ৬

0

ফরিদপুর-বরিশাল মহাসড়কের সদর উপজেলার বাখুণ্ডা নামক স্থানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে চারজন পুরুষ ও দুই জন নারী।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে ফরিদপুরের সদর উপজেলার বাখুণ্ডা শরীফ জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলার শিয়ালকান্দি গ্রামের জোয়াত সরদার (৭০), তার সন্তান ইমন সরদার (২২), তালমা গ্রামের ভারতী সরকার (৪০), দীপা খান (৩৪), লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকির পাড়া গ্রামের আজিবর শেখ (৪৫) ও চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ এলাকার আলম শেখ (৪৫)। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

ওসি মো. আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে অন্তত ৪০ জনের মতো আহত হন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৬ জনকে মৃত ঘোষণা করেন। বাকিদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
স্থানীয় ও ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here