শক্ত দল নিয়ে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

0

বাংলাদেশের মাটিতে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে ঘিরে ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন দলের অন্যতম অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস। পাশাপাশি অধিনায়ক হিসেবে দলে ফিরেছেন অভিজ্ঞ ক্রেইগ আরভিন।

প্রত্যাবর্তন অবশ্য দুজনেরই হয়নি। সবশেষ আয়ারল্যান্ড সিরিজের দল থেকে আছে ৩ পরিবর্তন। তাফাদজোয়া টিসিগা দলে আসছেন প্রায় দুই বছর পর। প্রায় একইরকম প্রত্যাবর্তন ওয়েলিংটন মাসাকাদজার। চোট কাটিয়ে বাংলাদেশ সিরিজের জন্য ফিট হয়ে উঠেছেন ৩৫ বছর বয়সী অলরাউন্ডার শন উইলিয়ামস। 

আরভিনের অনুপস্থিতিতে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে দলকে নেতৃত্বে দিয়েছিলেন জনাথন ক্যাম্পবেল। তিনিও আসছেন বাংলাদেশ সফরে। ইংলিশ দুই তারকা স্যাম কারান ও টম কারানের ভাই বেন কারান থাকছেন সিরিজের বড় নাম। পেস বোলিং ইউনিটে রয়েছেন ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা। অনভিষিক্ত একমাত্র ক্রিকেটার লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা।

জিম্বাবুয়ের বাংলাদেশ সফরের স্কোয়াড

ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাদাফজোয়া টিসিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলিয়ামস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here